ফেব্রুয়ারি ২০২৪ সংখ্যা, প্রতি মাসে একবার প্রকাশিত
সম্পাদকীয়
পরম্পরা ওয়েবজিনের পর পর দুটি সংখ্যা পাঠক আদৃত হয়েছে। নানান পরামর্শ, নতুন ভাবনা পাঠক জানাচ্ছেন। ফলে আমরাও নিজেদের একটু একটু করে গুছিয়ে নিতে পারছি। এবারের সংখ্যা থেকে বইচর্চা বিভাগটি শুরু হলো। অন্যান্য বিভাগের মতোই এই বিভাগটিও পাঠক দের ভালো লাগবে বলেই বিশ্বাস।
বইমেলা শেষ হলো। এবার চুলচেরা বিশ্লেষণ হবে। ছোটো বড়ো মাঝারি প্রকাশনা আলোচনা করবেন। চোখে পরার মতো বিষয়, এবারে প্রচুর প্রকাশনার স্টল। স্বল্প পুঁজিকে সামর্থ করে উদ্যোগী তরুণ বন্ধুরা প্রকাশনায় এসেছেন। তাদের নানান ভাবনা। সেই ভাবনা প্রতিফলিত হয়েছে তাদের প্রকাশনায়। পি ও ডি (print on demand) এসে যাওয়ায় স্বল্প পুঁজি নিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই করে যাচ্ছেন। ভালো মন্দ পরের ব্যাপার শিক্ষিত তরুণ বন্ধুরা কর্মসংস্থান এর একটা রাস্তা বার করতে পারছেন এটাই বড়ো কথা।
ভালো থাকুন। পরম্পরা ওয়েবজিন দেখুন। অন্যকেও দেখান এবং পড়ান।
সূচিপত্র
নিবন্ধ
- রবীন্দ্রনাথের গানে বিজ্ঞান প্রসঙ্গ – ডা. পূর্ণেন্দুবিকাশ সরকার
- ২০০ বছরের মুহূর্তে মধুসূদন দত্তের ‘ বীরাঙ্গনা’ দের সন্ধানে – ঈশা দেব পাল
ব্যক্তিগত গদ্য
- পারঘাট, শ্রীরামপুর – অনিলেশ গোস্বামী
- হল-এ বসে কাঁদা – দেবাশীষ সরকার
- বিবর্তনের ধারাপাত – সুমেধা চট্টোপাধ্যায় (ধারাবাহিক)
কবিতা
- দুটি কবিতা – মৌসুমী রায়
- দুটি কবিতা – শর্মিলা মাজি
- দুটি কবিতা – শিশির দাশগুপ্ত
- দুটি কবিতা – আশিস সরকার
অনুবাদ কবিতা
ভ্রমণ
অণুগল্প
গল্প
বইচর্চা
প্রচ্ছদ
ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়
ছবি – সৌরভ হাওলাদার
সম্পাদকঃ গৌতম দাশ
বেশ ভালো লাগলো ।
এই ওয়েবজিন এর তিনটি গল্পই খুব ভালো লেগেছে ৷ ওমপ্রকাশ বাল্মীকির লেখা আমি এর আগে পড়িনি ৷ মোহিত রণদীপের ভাষান্তরে পড়ে আগ্রহ জেগেছে আরও পড়ার ৷ পত্রিকার প্রচ্ছদটি খুব সুন্দর ৷ সম্পাদক গৌতম দাস ও সৌরভ হাওলাদারকে অনেক ধন্যবাদ ঐই সুন্দর ওয়েবজিনের জন্য ৷ এখন আগামীর
দিকে অপেক্ষা ….
খুব ভালো লাগলো । একটা ছোট অনলাইন পত্রিকায় এত ধরণের লেখা, পাঠের নির্মল আনন্দ । প্রতিটি গল্প ভালো লেগেছে । নিবন্ধ বিভাগটিও ভালো লেগেছে ।