ভাষান্তর
ওরা ক্ষুধার্ত
ওরা ক্ষুধার্ত
কিন্তু নরমাংস ওদের খাদ্য নয়
ওরা তৃষ্ণার্ত
কিন্তু রক্তপায়ী নয়
ওরা নগ্ন
কিন্তু অন্যকে উলঙ্গ করে না
ওদের মাথার ওপর ছাদ নেই
তবু অন্যের জন্য
ছাদ বানায়।
ঠাকুরের কুঁয়ো
উনুন মাটির
মাটির পুকুর
পুকুর ঠাকুরের *
খিদে রুটির
রুটি বাজরার
বাজরা খেতের
খেত ঠাকুরের
বলদ ঠাকুরের
হাল ঠাকুরের
হালের ওপর মুঠো আমাদের
ফসল ঠাকুরের
কুঁয়ো ঠাকুরের
কুঁয়োর জল ঠাকুরের
খেত-খামার ঠাকুরের
গলি-বসত ঠাকুরের
তাহলে আমাদের কী?
গ্রাম?
শহর?
দেশ?
- ঠাকুর : উত্তর ভারতে হিন্দি বলয়ের বর্ণহিন্দু মালিক
খুব ভালো লাগলো। প্রতিটি লেখা নিজস্ব আঙ্গিকে লেখা।
ওমপ্রকাশ বাল্মীকির কবিতা বাংলায় পড়তে পারছি – বাংলা কবিতার জগৎ আরো শক্তিশালী হচ্ছে! অনুবাদক এবং প্রকাশক মশাইদের ধন্যবাদ।
বলিষ্ঠ কবিতা |
অসাধারন অনুবাদ |
সুন্দর কবিতা। অনুবাদও চমৎকার। কবিতার ভাব অক্ষুণ্ণ।
প্রবীর সেন