ঘনকালো মেঘে ঢেকেছে আকাশমুখ
মেঘরূপে ওরা কালো ধোঁয়াকুন্ডলী
প্রান্তিকদুখে ছুঁড়ে দেওয়া কিছু টোপ
ভুখা মানুষের জীবন্ত চিতাবলি ।

লেলিহান শিখা গ্রাস করে চারপাশ
প্রশ্বাস বুকে বিষাক্ত নীল ধোঁয়া
স্বজন হারানো আর্তআকুতি চিরে
ঝলসানো দেহে অসহ্য যন্ত্রণা।

শাসকের কাছে বাজি রেখেছিলো জান
জাগলারি হাতে আগুনবলের খেলা
বাজির আড়ালে রেজিস্ট্রারের পাতায়
লিখে দিয়েছিলো মৃত্যুর পরোয়ানা।

ভোটের বাজারে কার্তুজ বোমা বারুদের রমরমা!
আড়াই লক্ষে চলেছে তাদের জীবনের বেচাকেনা।।

ছবি গৌতম বন্দ্যোপাধ্যায়

যুদ্ধ চলছে
প্রতি মুহূর্তে প্রতি পলে
যুদ্ধ চলছে অবিরাম।
নিশ্চিন্ত বেডরুম থেকে ঝকঝকে ড্রইংরুমের ইন্টিরিয়রের আড়াল জীবনে।

ক্যালেন্ডার পাল্টায়
আর রাজনীতির ধর্মযুদ্ধে শতাব্দী পাল্টে চলে
তার আদিম মুখোশ।
পিছিয়ে চলে মধ্যবিত্ত জীবনের গ্রাফ…
চাঁদের দক্ষিণমাটি ছুঁয়ে এসে আমার দেশ
বছরশেষে গীতাচন্ডি পাঠযুদ্ধে নিজের অস্তিত্ব হাতড়ায়।
আর চারশো রাত লাগাতার রাস্তায় থাকা আগামীর শিক্ষক
ঝমঝমে বৃষ্টি আর
কনকনে শীতের সাথে
যুদ্ধ চলছে।
কার্নিভালের উজ্জ্বল আলো ছাপিয়ে নীরব সে যুদ্ধকথা।
হাই-স্টেটাস লড়াই
আদালত ও একটি মেয়ের।

গাজা – প্যালেস্টাইনে
মিসাইল-ছারখার ধ্বংসস্তুপের নীচ থেকে
এক রক্তাক্ত কচিহাত
খুঁজে পায় আকাশের অভিমুখ।
দুর্নীতি দম্ভের লকলকে জিভ যতোই থাক অপেক্ষায়

বেঁচে যাওয়া শিশুটির হাসিমুখের
নিষ্পাপ ভাষায়
যেন প্রতীকি-ইঙ্গিত
মানুষের পরাজয় এতটাও সোজা নয়।

[পরম্পরা ওয়েবজিন, ফেব্রুয়ারি ২৪, সূচিপত্র]