Paramapara Patrika.
২০১৩ সালে পরম্পরা পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় আন্তর্জাতিক বই মেলার প্রেস কর্নারে। ২০১৫ সালে পরম্পরা পত্রিকা পশ্চিমবঙ্গ সরকার বাংলা আকাদেমি কর্তৃক লিটিল ম্যাগাজিন সম্মানে সম্মানিত হয়। মূলত উপন্যাস, গল্প, কবিতা, অনুবাদ কবিতা, নাটক, সাক্ষাৎকার প্রকাশিত হয়। বছরে চারটি সংখ্যা, যুগ্ম সংখ্যা হলে কখনও কখনও দুটি অথবা তিনটে সংখ্যা প্রকাশ হয়ে থাকে।
গ্রাহক: যেকোনো সময়েই গ্রাহক হওয়া যায়।
মুদ্রিত সংখ্যায় লেখা পাঠাতে পারেন এই ই-মেল এ parampara2008bk@gmail. com
প্রয়োজনে ফোন করতে পারেন ৯৯০৩০৯১২২৫
কলকাতা অফিস
পরম্পরা প্রকাশন
২০এ বেনিয়াটলা লেন
কলকাতা ৯