পয়লা সেপ্টেম্বর ২০২৪

ঘুরে দাঁড়াও
প্রণবেন্দু দাশগুপ্ত

সরতে সরতে সরতে
তুমি আর কোথায় সরবে?
এবার ঘুরে দাঁড়াও।
ছোট্ট একটা তুক করে বাইরেটা পালটে দাও —

সাইকেল – রিকশোগুলো শিস দিয়ে চলে যাক বনে বনান্তরে,
কাদা – ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি,
গাছগুলো নদীর জলে স্নান করে আসুক
সা – রা – রা – রা করে জেগে উঠুক উপান্তের শহরতলি।

তুমি যদি বদলে দিতে না পারো
তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে।
এখন হাত বাড়াও, ধরো
যেখানে আছো ,সেখান থেকেই সবকিছুকে টেনে আনো,
নইলে সরতে সরতে সরতে তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে।
এখন ঘুরে দাঁড়াও।

সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
পরম্পরা-র স্টলে আপনাকে আমন্ত্রণ

গল্প

বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

ছবি – ডা. গৌতম বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাল

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন