পয়লা মার্চ ২০২৪ সংখ্যা

বই পড়ার আগ্রহ কি কমছে? তাহলে যে এত প্রকাশক! এত বই! হচ্ছে টা কি? বই হয়তো বিক্রি হচ্ছে, পাঠক কি বই বাড়ি নিয়ে গিয়ে বইয়ের পাতা ওল্টাচ্ছেন না বা ওল্টাবার সময় পাচ্ছেন না। অভিযোগ টা একেবারে উড়িয়ে দেবার নয়। বই বিক্রি হচ্ছে আর প্রকাশক গণ উদবাহু হয়ে গদগদ অভিব্যক্তি সহ ফেসবুকে ছবি পোস্টালেও সমস্যা যে কমে না তা সকলেই বোঝেন।
বিক্রি হলেই হবে না সত্যিকারের পাঠকের কাছে বই পৌঁছে দিতে হবে। যে পাঠক অপেক্ষা করে আছেন। মেলাতে গেলেই বোঝা যায় পাঠক কী চাইছেন, কী চাইছেন না। কত বিষয়। কত ভাবনা। পাঠকদের যেমন ভাবনার বদল ঘটছে, বই নির্মাতাদেরও ভাবনার বদল ঘটাতে হবে। আর এই সব দু পক্ষের ভাবনাই পৌঁছে দেবে পাঠকের কাছে, পাঠকের পছন্দের বই।
ইতিমধ্যেই আমাদের এই পরম্পরা ওয়েবজিন পাঠক সমাদৃত হচ্ছে এটা আশার কথা। এই সংখ্যাটি চতুর্থ। এই সংখ্যাটিও আপনারা দেখবেন পড়বেন। আর প্রয়োজনীয় মতামত দেবেন।
এই আশায় রইলাম।
ভালো থাকবেন।

গৌতম দাশ

সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
অনলাইনে সংগ্রহ করতে, ওপরের ছবিতে ক্লিক করুন

বেশি বই বেশি নয়ঃ ওপরের ছবিতে ক্লিক করুন

ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

ছবি – ডা. গৌতম বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাল

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার