১
ও সাধনতন্ত্রমালায় আমি
অনেক নামের মধ্যে একটি।
বহু যুগান্তর বয়ে মুহূর্তকালীন।
অন্তরঙ্গ হাওয়ায় অসম্ভব,
দুর্লভ ক্ষণিকে বেঁচে আছি।
সমস্ত সম্ভাবনাহীন,
অন্ধকারকে তুমি ভেবে নিই।
অনিশ্চিত, বিপন্নতাবাহী।
“ও কেউ নয়!”, সন্ধ্যাভাষ্যে তুমি
অযথা অনর্থ করোনা।
২
নিজেকে নির্জনে রাখি
সমাপনে, অসমাপ্ত শিখর মুদ্রায়।
দুঃখের ভিতর দুঃখ কথা বলে—
ধুলোবালি বেদনাঘাস সংরক্ষিত বনভূমি
ভিতরে
অসম্পূর্ণ আলো সর্বনাশ লেখে
আমার ঈশানে প্রভু, আমার নৈর্ঋতে।
হাসির অন্তরালে যে বেদনা থাকে
অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য, মন্তব্যের জন্যও।
কি যে গভীর অথচ বাঙ্ময়তা কবিতা দুটোতে!
অনেক অনেক ভালোবাসা জেনো আমার
দুটি কবিতাই আমার মনে দাগ কেটে গেল!