সম্পাদকীয়
নিবার্চন শেষ হয়েছে। ফলাফলে একটা জিনিষ পরিস্কার বাংলার জনগণ শাসক দলের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল তা বিশেষ আমল দিতে চান নি। মুখ্যমন্ত্রী র কাজের প্রতি আস্থা দেখিয়েছেন। যাঁরা বামপন্থী দের পক্ষে কিছুটা আশাবাদী ছিলেন, তাঁরা আশাহত হয়েছেন। শতাংশের হিসাবে ভোট যে খুব একটা বেড়েছে এমন কথা বলা যাবে না। তবে এবারের নির্বাচনে বহু বাম সমর্থক লড়াইয়ের ময়দানে ছিলেন। যতটা আশা করেছিলেন নেতৃত্ব ততটা ভোটের অংকে প্রতিফলিত হয় নি। তবে জোট নিয়ে বহু বামকর্মীর মনে প্রশ্ন আছে। বিষয়টি নিয়ে আলোচনার প্রয়োজন আছে বলে মনে হয়।
কেন্দ্রে বিজেপি র ভোট ব্যাংকে কিছুটা হলেও ধাক্কা লেগেছে। জনগণ বিজেপি র সব সিদ্ধান্ত যে ভালোভাবে গ্রহণ করছেন না, তা ভোট বাক্সে জানান দিয়েছেন। একক সংখ্যাগরিষ্ঠতার পরিবর্তে শরিক দলের সাহায্য নিয়ে এ যাত্রা পেরোতে হবে।
সম্প্রতি নিট কেলেঙ্কারি আমাদের স্তম্ভিত করে দেয়। অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে দেওয়ার অভিযোগ উঠেছে কিছু প্রতারকের বিরুদ্ধে। ভাবা যায় আমাদের অভিভাবকেরা সন্তানদের ভবিষ্যত নিয়ে কতটা মরিয়া। এই ভয়ংকর কেলেঙ্কারি রুখতে কড়া পদক্ষেপ গ্রহণ না করলে, সর্বস্তরে এই ব্যাধি যে ছড়িয়ে পড়বে তা বলাই বাহুল্য।
ভালো থাকুন।
গৌতম দাশ
সূচিপত্র
বিজ্ঞান
ব্যক্তিগত গদ্য
- কলম-বাসি কথা (পর্ব ৩) – ডা. ভাস্কর দাস
- বিবর্তনের ধারাপাত (পর্ব ৬) স্কুলের কিছু মজার ঘটনা এবং স্কুল ড্রেস পরিবর্তনের গল্প – সুমেধা চট্টোপাধ্যায়
কবিতা
ভ্রমণ
- পায়ের তলায় সর্ষে (পর্ব ২)- ডা. স্ববর্ণা চক্রবর্তী
- রাখালবাবুর ভ্রমণ বৃত্তান্ত (পর্ব – ৬) – ডা. সুশোভন অধিকারী
- চিনলাম চীন-মন রঙ্গিন – দীপ্ত প্রতিম মল্লিক
গল্প
উপন্যাস
বই কথা
প্রচ্ছদ
ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়
ছবি – ডা. গৌতম বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাল
সম্পাদকঃ গৌতম দাশ
আমি কি এখানে আমার লেখা পাঠাতে পারি?
আপনি এই পত্রিকা পড়ছেন জেনে ভাল লাগল।
contact@paramparabooks.com এই ঠিকানায় ইউনিকোডে লিখিত মৌলিক রচনা পাঠাতে পারেন।
শব্দ সংখ্যাঃ
গল্প / প্রবন্ধ – ১৬০০ থেকে ১৮০০ শব্দ
দুটি কবিতা – প্রতিটি ২০ লাইনের মধ্যে
অনুগল্প – ৫০০ শব্দ
প্রবন্ধ অথবা ভ্রমণ কাহিনীর সঙ্গে ছবি পাঠাতে পারেন। ছবির মাপ ১০০ কেবি-র কম হতে হবে।
অন্যের ছবি অথবা লেখা গ্রাহ্য হবে না। কপিরাইট সংক্রান্ত বিধিনিষেধ প্রযোজ্য।
মনোনীত হলে যোগাযোগ করা হবে।
রচনার সঙ্গে ঠিকানা ফোন নম্বর থাকা বাঞ্ছনীয়।
ধন্যবাদ সহ
সম্পাদকীয় দপ্তর