

সম্পাদকীয়
বইমেলা শুরু হয়ে গেছে। অনেক প্রকাশক। অনেক বই। অনেক লেখক। সব মনে রাখা সম্ভব নয়। এত মানুষ বইয়ের সাথে যুক্ত, এতো মানুষের রোজগার। এ তো কম কথা নয়। বই কে ঘিরে বারো তেরো দিনের এই উৎসব। বাঙালি হিসেবে গর্ব অনুভব হয়।
এর মাঝেও অনেক প্রশ্ন উঁকি দেয়। সে সব প্রশ্ন আপাতত সরিয়ে রেখে বই পড়ুন। বই পড়ান। বই কিনুন।
দেখতে দেখতে আমাদের অনলাইন পত্রিকা এক বছর পেরিয়ে গেলো। যাঁরা আগ্রহ করে অপেক্ষা করেন তাঁরা যদি অনেক লোকের কাছে পৌঁছে দেন তাহলে পাঠক সংখ্যা বৃদ্ধি পেতে পারে।
আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন।
ভালো থাকুন। বাংলা ভাষার জন্য থাকুন।

গৌতম দাশ

সূচিপত্র
স্মরণ


মুক্তগদ্য

কবিতা

- আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা

অণুগল্প

গল্প

অনুবাদ গল্প

উপন্যাস

সম্পাদকঃ গৌতম দাশ