
অবগাহন
অশ্রুর বিনিময়ে বুঝলাম
কবিতার পরতে পরতে
কোন না বলতে পারা কথা
দাঁড়ি কমা সেমিকোলনের দড়িতে ঝুলছে
দুলছে অবিন্যস্ত হওয়ায় !
না ছুঁতে পারা বৃষ্টির মোহ
আমাকে সর্বস্বান্ত করে
ভিক্ষার ঝুলি নিয়ে
পূর্ণ কুম্ভের স্বপ্ন বুনে দিচ্ছে বিন্দু থেকে সিন্ধুতে।
কী করে বোঝাই তোমাকে
বারো বছরের প্রতিক্ষার পরে আসে
একটা মাহাত্ম স্নানের তিথি,
অবগাহনের কাল!

ভালোবাসবেন
ভালোবাসবেন??
হারিয়ে যাওয়া রোমাঞ্চকে
হাত ছোঁয়ালে জল ফড়িঙের
এ ফোঁড় ও ফোঁড় আকাশ ভাঙা উড়ানটাকে
ফিরিয়ে দেবেন?
ট্রেনের ভিড়ে অভিসারের অর্থটা ঠিক বুঝে নেবার
সেই সময়টা বুকের মধ্যে ভাসিয়ে দেবেন ?
গানের কলি উড়বে যখন
চোখের মধ্যে চোখটা রেখে
সাগর ফেনায় মুগ্ধ হবার
টুকরো ছুটির সেই অবকাশ ফিরিয়ে দেবেন?
বইয়ের পাতায় ভালোবাসার স্বপ্নমাখা তারিখগুলো যেইখানেতে ঘুমিয়ে আছে বছর বছর
একটুখানি পিছন হেঁটে ঠিক সেখানে
মুগ্ধ আলোয় মোমের বাতি জ্বালিয়ে দেবেন!
রিক্সাহুডে চেনামুখের আড়াল খুঁজে
নদীর স্রোতে ছলাৎছল শব্দটুকু সাজিয়ে দেবেন?
ভালোবাসবেন?
কোমল দিনের পেলবতায়
দৃষ্টিভাঙা উন্মাদনা
মাদুরভরে বিছিয়ে দিয়ে
ভালোবাসবেন??

[পরম্পরা ওয়েবজিন, ফেব্রুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]