পয়লা অক্টোবর ২০২৪

দেখতে দেখতে অনেক গুলো দিন চলে গেলো। যেমন যায় আর কি! অনেক মানুষ পথে নামলেন, সোচ্চার হলেন। অন্যদিকে অনেক মানুষ কিছুই করলেন না, কিছুই বললেন না। এতবড় একটা জনজাগরণ, হাজার হাজার মানুষ পথে নামলেন। রাত দখল করলেন। ধর্ণা দিলেন। ছবি আঁকলেন। এ তো ইতিহাস হয়ে রইলো। আমরা কেউ কেউ হতাশ হচ্ছি। বিচলিত বোধ করছি। তাহলে কি পথের সন্ধান মিলবে না! কিন্তু ওই যে বলে পথ তো পথের সন্ধান দেয়। সে কি তবে মিথ্যে!
জানি না। জুনিয়ার ডাক্তার সহ হাজার হাজার মানুষ অন্তত প্রমাণ করতে পেরেছেন রক্ত চক্ষুকেও উপেক্ষা করতে পারা যায়। শিরদাঁড়া সোজা রেখেও এগোনো যায়।
এখনো অনেক পথ বাকি। এগোতেই হবে। পিছনে ফেরার কোনো পথ নেই। শুধুই এগিয়ে যাওয়া। কেনো না, আর জি কর হাসপাতালের ঘটনা আমাদের অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। সেই সব প্রশ্নের উত্তর পাওয়া যে ভীষণ জরুরি।

গৌতম দাশ

সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

গল্প

সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন
বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

আন্তর্জাল

ছবি – ডা. গৌতম বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাল

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন