স্বরূপ
ছেলেবেলায় একবার পুরীর সমুদ্রে দাঁড়িয়ে মাকে জিজ্ঞেস করেছিলাম,
“জগন্নাথের হাত দুটো অমন কেন মা? আমাদের মতো নয় তো?”
মা বলেছিলেন, “অপূর্ণতাই জীবনের অনন্য সত্য। বড় হও বুঝবে।”
শুনতে ভাল লাগলেও বিশেষ কিছু বুঝে উঠতে পারিনি সেদিন।
এখন এক জীবনের সাফল্য ব্যর্থতার হিসেব কষতে গিয়ে বুঝতে পারি,
কর্মরশির অনিবার্য টানেই এগিয়ে চলে মোক্ষ রথের অলাতচক্র।
হাওয়ায় ওড়ে বিজয় ধ্বজা
পূর্ণতা পান জগন্নাথ
জীবন স্বরূপ।
মন জোনাকি
শূন্য মনে রাত্রি আঁকি
অকারণেই তোমায় ডাকি
ঘড়ির কাঁটায় মনের কথা ইচ্ছে করেই লুকিয়ে রাখি
শূন্য মনে রাত্রি আঁকি
তোমার পাশের পাড়ায় থাকি
বরফ চোখেও আগুন জ্বলে, সুযোগ বুঝে দেখবে নাকি?
শূন্য মনে রাত্রি আঁকি
মাস দুয়েকের ভাড়াও বাকি
মনের খাঁচায় পোষ মানলো, শুকনো ডালের শালিক পাখি?
শূন্য মনে রাত্রি আঁকি
মেঘমুলুকের আদর মাখি
তুমি আমার আষাঢ়-শ্রাবণ, তুমিই আমার মন জোনাকি
শূন্য মনে নিয়ম করেই তোমার বুকে ঝিনুক রাখি
দুটি কবিতাই ভালো। তবে পরের টি পড়িয়া খুব পুলকিত বোধ করিলাম! কবিকে অভিনন্দন!
Khub sundar laglo kobita gulo – bishesh kore ‘apurnotai jiboner anonyo satya’ line ta. Agami dine kobir aro lekha porte chai