সম্পাদকীয়
দ্বিতীয় বর্ষ প্রথম সংখ্যা। প্রতি মাসের এক তারিখ সংখ্যা প্রকাশ করা খুব একটা সহজ কাজ নয়। তবু আমরা চেষ্টা করছি। প্রতি মাসেই পাঠক সংখ্যার বৃদ্ধি আমাদের উৎসাহ যোগাচ্ছে এ কথা বলাই বাহুল্য। আমরাও চাইছি আর একটু গুছিয়ে সংখ্যা গুলি প্রকাশ করতে। সময়ের সঙ্গে সঙ্গে আরও পেশাদারিত্ব আসবে বলেই আমাদের ধারণা।
পাশের দেশে অস্থিরতা বাড়ছে, আমাদেরও চিন্তা বাড়ছে। এই রকম একটা টানাপোড়েন সময়ে আলগা উচ্চারণে জটিলতা বাড়বে বই কমবে না। হিংসার পরিবর্তে হিংসা, ঘৃণার পরিবর্তে ঘৃণা এটাও পথ হতে পারে না। দুই দেশেই শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যাঁরা এই সময়ে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে পারতেন। তাঁরাও কি সেই ভূমিকা পালন করতে পারছেন। এ প্রশ্ন অনেকেরই। আমাদের দেশের সরকার বিবৃতি দিয়ে উদ্বেগের কথা
ওদেশের সরকারের কাছে জানিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে জটিলতা বাড়বে। সংখ্যালঘু যাঁরা আছেন তাঁদের সুরক্ষা দেওয়া প্রাথমিক কাজ ওদেশের সরকারের। সুরক্ষা দিতে না পারলে মানবিকতা লাঞ্ছিত হবে যা কোনও সভ্য দেশের কাছেই কাম্য নয়। জাতপাত ধৰ্ম নির্বিশেষে শেষমেষ মানবতার জয় হবে বলেই আমাদের সবার আশা।
গৌতম দাশ
সূচিপত্র
ব্যক্তিগত গদ্য
মুক্তগদ্য
কবিতা
- সৌমিলি দেবনাথ
- লিপিকা চট্টোপাধ্যায়
- বরুণ চট্টোপাধ্যায়
- শৈবাল চট্টোপাধ্যায়
- মলয় দাস
- তপোব্রত মুখোপাধ্যায়
- বাবলু গিরি
- সুতপা দত্ত দাশগুপ্ত
ভ্রমণ
- আবার বাংলাদেশ সফর (পর্ব – ২)- কানাইলাল জানা
- নায়াগ্রা- ডা. বিশ্বজিত ব্যানার্জী
- নামখানা চন্দনপিঁড়ি আশ্রম, আত্মপ্রশান্তি- ডা. স্ববর্ণা চক্রবর্তী
- আবার বাংলাদেশ সফর (পর্ব – ১)- কানাইলাল জানা
গল্প
- বাবুরাম পারলো না – মনোজ কর
- মরুভূমির দিনরাত্রি – পঙ্কজ কুমার চট্টোপাধ্যায়
- পিণ্ডদান – সিদ্ধার্থ সান্যাল
উপন্যাস
প্রচ্ছদ
সৌরভ হাওলাদার
সম্পাদকঃ গৌতম দাশ