শহরের ব‍্যালকনিতে কুয়াশার ঘোমটা খুলে আলো এসে পড়লে বেতের চেয়ার পাতা টেবিলে ধোঁয়া ওঠা কাপ কিছু ক‍্যাকটাস,অ‍্যালোভেরার টব, ছটফটে লাভ বার্ড এবং উড়ে এসে পড়ে টুকরো টুকরো দেশ বিদেশের কথা।ভালোবাসা ও প্রেমিকা দুজনেই স্নিগ্ধ স্মৃতিকথা।

আমাদের ব‍্যালকনির বারান্দায় তখন গ্রাম‍্য মিঠে রোদ মেখে আলস‍্য আঢ়মোড়া ভাঙে,খেঁজুরের রস তখনো মাতাল হয়ে ওঠার সময় পায়নি। শিউলি,গ‍াঁদা ফুলের সৌন্দর্য মেখে বাগান তখন রূপসী যৌবন।।বার্ধক‍্য শীত উবু হয়ে বসে ব‍্যালকনির উঠোনে আগুন পোহায়।

চাঁদের বৃত্তে দুটি নক্ষত্রের ভিতর সলিল সমাধি
আরো দুটি নক্ষত্রদৃষ্টির সমাধিস্থ ধ‍্যানের নিঃস্তব্ধ কথোপকথন অপলক নিরবিচ্ছিন্ন সময়…
তারপর অধরা অধরে মিশে যায় পূব-পশ্চিমের অনন্ত রস ও রঙ।

[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]