সাইরেনের শব্দ শুনলেই মনে পড়ে
নাকে প্রাণবায়ুর নল, নিশ্চিন্তে শুয়ে আছো
মসৃন কপাল, বলিরেখাহীন

অপলক, যেন শুধু আমায় দেখছো

মনিটরে রেখাগুলো উঠছে আর নামছে
তাল রেখে ওঠা নামা করছে আমার কপালের রেখা

চোখের সামনে ক্রমশঃ স্পষ্ট হয়ে উঠছে
আমার বর্তমান, আমার অতীত

বাবা, আমি অপারগ, অক্ষম
আমি কীই বা করতে পারতাম বলো
আমি কি তবে তোমার মত
শুধু ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকব

সময়ের কাছে জমা থাকে অনুভূতি,
নিশিডাক খোঁজে দৈব হরিণী চোখ,
এত বছরের রাতজাগা খয়রাতি,
এইবার তবে ভাল কিছু কথা হোক ।

বলেছিলি চাঁদ ওঠে না তো প্রত্যহ,
সেই চারাগাছ শুকিয়ে গিয়েছে কবে,
তবু কটি কথা ফিরে আসে অহরহ,
দাগ রেখে গেছে জীবনের উৎসবে ।

বুকের নদীটি এখনও বিদ্যমান,
ঢেউ এসে যদি ঘাই মেরে ভাঙে পাড়,
অভিঘাতে যদি ঝড় ওঠে নদী বুকে,
কোন নৌকায় হব নদী পারাপার ?

পায়ে পায়ে মনে জমেছে বিষাদপাতা,
পাতা ঝরে গেছে, গাছ তবু বেঁচে থাকে,
পথ ভুলে যদি কাছে আসে মুগ্ধতা,
এতদিন শুধু চেয়েছি, খুঁজেছি যাকে ।

[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Dr.Nilanjan Chakraborty
Dr.Nilanjan Chakraborty
1 month ago

Khub valo laglo pore amar university r shahopathi o ghonishtho bondhu Dr.Saibal Chatterjee r lekha kobita pore,dhhonnobad

Saibal Chattopadhyay
Saibal Chattopadhyay
27 days ago

অশেষ ধন্যবাদ নীলাঞ্জন । বিজ্ঞানের বাইরে এটাই আমার ভ্রমণ ক্ষেত্র ।