পয়লা নভেম্বর ২০২৪

জুনিয়ার ডাক্তাররা তাদের অনশন তুলে নিলেন। আন্দোলনের প্রথম পর্ব শেষ হলো বলা যেতে পারে। দু মাসের কিছু বেশি সময় ধরে চলা আন্দোলনের ফলাফলে কিছু মানুষ হতাশ। কেউ কেউ বলেছেন এই তো হবার কথা ছিল। হাতে রইলো পেন্সিল গোছের। কিন্তু সত্যিই কি তাই? মনে হয় না। এই আন্দোলন অন্যায় অবিচার দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো যে যায়। চোখে চোখ রেখে যে প্রশ্ন করা যে যায়, এই ভয়হীন ভাবটাই, ঝিমিয়ে পড়া, নেতিয়ে যাওয়া বাঙালির নব জাগরণও বলা যেতে পারে। কোনো রাজনৈতিক দল যা পারেনি, তাই করে দেখিয়েছেন আন্দোলনের নেতৃত্ব, হাজার হাজার সাধারণ মানুষকে যুক্ত করতে পেরেছেন এই আন্দোলনে। সামান্য আহ্বানে অর্থ প্রদানের ক্ষেত্রেও কার্পণ্য দেখাননি। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ততা কোথায় যেন আশার আলো।
অন্ধকার থেকে আলোয় ফেরানোর শপথ-ই হোক আমাদের এই যাত্রা পথের গান।

গৌতম দাশ

সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

গল্প

বই সংগ্রহ করতে ওপরের ছবিতে ক্লিক করুন

ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

ছবি – ডা. গৌতম বন্দ্যোপাধ্যায় এবং আন্তর্জাল

সম্পাদকঃ গৌতম দাশ

কারিগরি সহযোগিতাঃ সৌরভ হাওলাদার

খবরাখবর পেতে, এই লিঙ্কে, ইমেল নথিভুক্ত করুন

5 1 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
আশিস সরকার

ভালো লাগলো।