পুরী সিরিজ ৩
সমুদ্র এখন নগ্ন,মনোহরারূপিনী
রাত দুটো,জনকল্লোল নেই নিশিরাতে সে সেজেছে
যেন অবিকল এক অলিভ সকাল
রাতে পুরীতে দাঁড়িয়ে আছে
-কালো রাখাল
ওগো তমনাশী,কোথায় তোর লালসার ধ্বনি
আয় আমরা দুজন জোছনা বিলাসী হয়ে যাই
শরীর জুড়ে ফুটে উঠবে
মায়া-সিক্ত আলো
পুরী সিরিজ ৪
হিজল গাছের নিচে দাঁড়ালে
সমুদ্র এসে ভিজিয়ে দেয়
পথ খুঁজে না পেয়ে সন্মোহিত চাঁদ
জলকে জিগ্যেস করে
-তোমার স্নিগ্ধতা নেই
নিরবতা বুকে নিয়ে নিষ্প্রভ হই
বাতিল হয়ে যাওয়া বাতাসের কাছে
আমি মৃত্যু প্রার্থনা করেছি
শুষ্ক পাতার ধ্বনি আসে
নবীন সজ্জায়
পূর্ণিমার চাঁদ তখন শ্যামবাজারের শশী
[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]
বাঃ দারুন
❤️❤️❤️