
তোমাকে বলছি – এক

যার যা খুশি ভাবতে পারে
একটা মানুষের জীবনে শুধু
গ্রীষ্মের কাঠফাটা রোদ
শীতের কনকনে ঠাণ্ডা হাওয়া
কিংবা বর্ষার মেঘ জমে থাকে না।
তোমার সঙ্গে আলাপ হলে বলতাম
নিমপাতার ম্যাজিক
কারিপাতার রহস্য
ধনেপাতার ভূমিকা
সজনে পাতার শক্তি
অথবা গাঁজর পাতার অবিশ্বাস্য গুণের চুপকথা।

তোমাকে বলছি – দুই
ফিরে যাচ্ছো? যাও…
তোমার চুলে জড়িয়ে আছে মেঘ
তোমার চোখে চেনা দিঘির জল
তোমার পায়ে স্তব্ধ পথের বাঁক
হারিয়েছে ভাষা!
ফিরে যাচ্ছো? যাও…
কোথায় যাবে? সন্তান ফেলে রেখে
অন্য কোনো মাটির টানে? নদীর খোঁজে?
নাকি, হারানো এক বনের খোঁজে!
তবে, মনে রেখো
সেই মাটি নেই…
সেই নদী নেই…
সেই বন আর নেই।
ভেবে দেখো
ভেবে দেখো
একবার ভেবে দেখো।
