“শোন অদিতি, মানসদার সঙ্গে ডিভোর্সটা তুই বেশ ভেবেচিন্তে চাইছিস তো?
“নিশ্চয়ই ! তুই আমাকে কি ভাবিস পর্ণা ! চটজলদি ডিসিশন নেওয়ার লোক নই আমি।
“না-আ, ঘরে ঢুকে হাঁফাচ্ছিলি তো ! তারপর গ্লাসের জলটা পুরোটা খেলি, আমার তো মনে হলো বাড়ি থেকে আমার চেম্বার পর্যন্ত দৌড়ে এসেছিস ! তাই…
“তুই আমাকে হেল্প করবি কিনা আগে সেটা বল !
“আরে বোস, বোস। করবো তো ! এবার একটু খুলে, মানে আমাকে বিস্তারিত বলতে হবে তো। আচ্ছা বল, মানসদা তোর গায়ে হাত তুলেছে?
“না না ! কোনদিনই না।
“ও…কে ! ওটা একটা ভালো পয়েন্ট ছিল, ডোমেস্টিক ভায়োলেন্স ! এবার বল, রোজ রোজ বিনা কারণে ঝগড়া করছে তোর সঙ্গে ?
“নাহ ! তাহলে তো বুঝতাম ! মেনিমুখো একটা !
“শাশুড়ি ডমিনেট করার চেষ্টা করে…তোর ওপরে জোর খাটায় ?
“না না । মামণি নিতান্তই সেকেলে ভালো মানুষ…ইন ফ্যাক্ট আমাকে খুবই স্নেহ করেন।
“আচ্ছা ! মেন্টাল টর্চারও তাহলে বর শ্বাশুড়ি কোনো দিক থেকেই নেই ! তবে…এনি সেক্সুয়াল ইনকমপ্যাটিবিলিটি ইস্যু ?
“না না, সে সব…ঠিক আছে।
“তাহলে কী রে অদিতি ! তোদের এতগুলো বছরের গভীর প্রেম…সেই তোর স্কুলের থেকে…আমি তো জানি…তুই তো একেবারে পাগল ছিলি মানসদার জন্যে …
“আঃ, তোকে ঠিক বোঝাতে পারছি না পর্ণা ! ওর সঙ্গে একদম থাকা যায় না রে ! ওর আবাহনও নেই, বিসর্জনও নেই। তুই পিটিশনটা তৈরি কর তো। হ্যাঁ, পিটিশনে অবশ্যই লিখবি যে ডিভোর্সের পরেও আমাকে নিয়ে সিনেমা, নাটক, মল-টলে যেতে হবে !
“সে কি রে !
“হ্যাঁ, আমি যখনই ডাকবো, তখনই আসতে হবে !


“অদিতি, অদিতি, শোন, এসব শর্ত ডিভোর্সের পিটিশনে লেখা যায় না… এসব লিগ্যালি আনটেনেবল।
“আচ্ছা পর্ণা, আমাকে বল তো, মিউচুয়াল ডিভোর্স-এ তো দুজনকেই সায় দিতে হবে ?
“অবশ্যই। তোর দিক থেকে তুই তো ঠিক করে বসে আছিস ! কিন্তু মানসদা ? মানসদা কি মেনে যাবে ?
“মানবে না মানে ! এতোগুলো বছর আমাদের দেখছিস, আমার কোন কথা ওকে কোনদিন ফেলতে দেখেছিস তুই ?
“তাই তো…সেটা দেখিনি বটে !
“পর্ণা, এবার আমাকে বল তো, মিউচুয়াল ডিভোর্স কি পিটিশন করলেই হয়ে যাবে ?
“সাধারণত জাজ ছমাস সময় দেন স্বামীস্ত্রীকে। তারপরেও যদি পার্টিদের মত না বদলায়… .
“তারপর ? ডিভোর্স পেয়ে গেলে মানস আবার বিয়ে করতে পারবে ?
“তুইও পারবি। তোর এখন তো মাত্র ছাব্বিশ, তুই তোর বাকি লম্বা জীবনটা একলা থাকবি কেন !
“নাহ, হবে না, বুঝলি !
“কি হবে না ? উঠছিস কেন ?
“ডিভোর্স দেবো না ঠিক করলাম। আমার কথা ছাড়। ডিভোর্স হয়ে গেলে বাপি তো আমার বিয়ে দিয়েই ছাড়বে। কিন্তু আমি ওকে আর কাউকে বিয়ে করতে দেবো না কি ! তুই আমাকে কি ভেবেছিস !
“চললি কোথায়, আরে অদিতি শোন, শোন…

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, মার্চ ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

5 1 ভোট
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
গৌতম দাশ
গৌতম দাশ
1 month ago

ভালো লাগলো।

Ivy Chattopadhyay
Ivy Chattopadhyay
1 month ago

মিষ্টি গল্প। বেশ লাগল।