– উদিশকুমার…আপ কাহাঁকা রহনে বালা হ্যায় ? আপকা নামসে তো পতা…

– বিহার কা হ্যয় সর…বাঁকা ডিসট্রিক।

– আ-চ্ছা ! তো কোলকাতা মে আপকা কিতনা সাল হো গিয়া ?

– ছে সাল কি উমর মে কলকাত্তা আয়ে থে…লগভগ পচিস সাল তো হো-হি গ্যয়া।

– তাহলে তো বাংলা বুঝতে পারো ! বলতেও পারো নিশ্চয়ই ?

– আপকা ভাষা তো পুরা সমঝ মে আতা হ্যয়। বাংলা বলতে ভি পারি…তবে কভি কভি কুছ গলতি হয়ে যায়।

– বাঃ ! সে একটু ভুল না হয় হোক ! আমরা বুঝতে পারলেই হলো ! এই উবের-এর ট্যাক্সি তোমার নিজের ?

– হাঁ সর…পনরো সাল উমর থেকে গাড়ি চালাচ্ছি । এখন আমার তিস সাল বয়স হোয়ে গেলো।

– পনেরো বছর বয়েস থেকে গাড়ি…আরে বিনা লাইসেন্সে চালাতে না কি ?

– নাহ…লাইসেন্স তো ছিল সর…ওই-ই বয়সটা কুছ বাড়িয়ে নিয়ে…একটু টাকা তো খোরচ করতে হোল।

– ওহ তাই ! তা এখানে ফ্যামিলি নিয়ে থাকো ?

– হাঁ সর…মিনি ফ্যামিলি।

– কি ? কি ফ্যামিলি ?

– মিনি ফ্যামিলি সর…বিবি আর দু বেটা। বাকি অপনা লোগ সব গাঁওমে।

– ওহ…বিবি আর দুই ছেলে ! সে তো ফ্যামিলিই হোল !

– ক্যয়সে সর ! ( পিছনের সিটের দিকে ফিরে ) মা-বাপ সাথ সাথ না থাকলে কি সেটা ফ্যামিলি বোলা যাবে ? বিবি তো দুসরা ফ্যামিলি সে আয়িথি না ? হম ইস লিয়ে বোলা মিনি ফ্যামিলি !

– আরে সামনের দিকে তাকিয়ে চালাও। বাঃ, তোমার তো দেখছি দারুণ বিচার ! তা বিবি তো অন্য ফ্যামিলি থেকে এসেছে বলছো, তাকে ঠিকঠাক রেসপেকট…মানে তার খেয়াল রাখো তো ?

– হাঁ…জরুর।

– মানে…আমি বলতে চাইছি…লড়াই…মারপিট ?

– কম উমরে শাদি হয়েছিলো সর। তাই পহলে পহলে লঢ়াই পিটাই তো কাফি হয়েছে, ঝুঠ বলবো না। এখন দুটো ছেলে আছে…তারা বড়ো হচ্ছে…ইশকুল ভি যাচ্ছে। তাই এখন লঢ়াই মারপিটাই সব বনধ। আপনার সিটি সেন্টার তো এসে গেলো…কোন সাইডে নামবেন সর ?

[লেখকের অন্য রচনা]

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

5 1 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
7 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Amitava Ghosh
Amitava Ghosh
6 days ago

Short and nice. Happy 2025. Stay happy and healthy.

Dr. Sumsn Mukerji
Dr. Sumsn Mukerji
6 days ago

ভারী সুন্দর ছোট্ট গল্প

Pradyot Mukerji
Pradyot Mukerji
6 days ago

খুব সুন্দর ভাবে গাঁথা গল্প

Shipra Maitra
Shipra Maitra
6 days ago

বেশ ভাল।

ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায়
ত্রিদিবেশ বন্দ্যোপাধ্যায়
5 days ago

খুব ভালো হয়েছে গল্পটা। একটি সার্থক অণুগল্প। অণুর মধ্যে ব্রম্ভান্ড কে ধরা। গল্পতে বিহারের নিম্নবর্গীয় সমাজটাকে ধরা হয়েছে। কিন্তু পাঠকের মনে সব সময় যেটা তুলনা আসবে বাঙালি সমাজের। বিশেষ করে শিক্ষিত বাঙালি সমাজের। এটা যদিও একটুও বলা হয়নি, গল্পে এই না বলা কথাটাই গল্প। একটি সার্থক অণু গল্প।

পল্লববরন পাল
পল্লববরন পাল
5 days ago

দারুন গল্প।
❤️🙏🏼❤️

Subhasish bose
Subhasish bose
4 days ago

সুন্দর