
সম্মোহিত চোখের সংলাপ
১
কিছু চোখে চোখ পড়তেই চেনা মনে হয়।
কবোষ্ণ হাওয়ার গন্ধ আত্মীয় আবেশ নিয়ে আসে।
বসতে ইচ্ছে হয়ও কিছুক্ষণ কাছাকাছি, এমনকি কথা বলতেও।
আপাতঃ হাওয়ার গুমসুম, আকাশকে ছুঁতে চায়, লহমায়।

২
তার কি কিছুই নয়? কে জানে!
অথচ চোখের আলাপ এতক্ষণ!
অনিবিষ্ট চাওয়া, উন্মন
বিব্রত নাকি কুন্ঠিত!
এই চোখে চোখ, তার কাছে সৌজন্যহীনতা!
এমনকি চরম ঘৃণার…!
৩
সম্পৃক্ত প্রশ্ন ও বিস্ময় সব অপ্রেম কাব্যের বিশ্রীতা।
সম্মোহিত চোখ শুধু মুগ্ধ হতে জানে…

একরাশ ভাললাগায় ছুঁয়ে নিলাম। অশেষ ধন্যবাদ।🌿🙏