গোল এঁকেছি উঠোন জুড়ে
একটা তোমার , একটা আমার
ওইটুকুই আমাদের ব্যাপ্তি

বৃত্তের বাইরে কাল্পনিক জলাধারে
দাঁড়িয়ে আছে দুর্ধর্ষ খাদক

“কুমির তোমার জলকে নেমেছি “

আমরা ডাঙ্গার জলে দাঙ্গার গন্ধ আঁকি

একটি পেঁচক
পথ হারিয়েছিল দিনের আদিমতায়

বাতাসে বাতাসে তখন ষড়যন্ত্রের গন্ধ

শকুন উড়ছে মাথার ওপর দিয়ে
কাক ঠুকরে খাচ্ছে পাপাত্মাদের আর
চিল তার ডানা দিয়ে আড়াল করছে জান্তব ক্ষত

ক্রম অনুসারে এর পরের নম্বরটি কার –
জানা আছে তো ?

এসো ,
আমরা একে একে নাম লেখাই
খাদ্যচক্র শিবিরে

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
হরপ্রসাদ রায়
হরপ্রসাদ রায়
3 days ago

প্রকৃতিযাপন। ভাললাগলো।