
পরিধি
গোল এঁকেছি উঠোন জুড়ে
একটা তোমার , একটা আমার
ওইটুকুই আমাদের ব্যাপ্তি
বৃত্তের বাইরে কাল্পনিক জলাধারে
দাঁড়িয়ে আছে দুর্ধর্ষ খাদক
“কুমির তোমার জলকে নেমেছি “
আমরা ডাঙ্গার জলে দাঙ্গার গন্ধ আঁকি

ভক্ষক
একটি পেঁচক
পথ হারিয়েছিল দিনের আদিমতায়
বাতাসে বাতাসে তখন ষড়যন্ত্রের গন্ধ
শকুন উড়ছে মাথার ওপর দিয়ে
কাক ঠুকরে খাচ্ছে পাপাত্মাদের আর
চিল তার ডানা দিয়ে আড়াল করছে জান্তব ক্ষত
ক্রম অনুসারে এর পরের নম্বরটি কার –
জানা আছে তো ?
এসো ,
আমরা একে একে নাম লেখাই
খাদ্যচক্র শিবিরে

প্রকৃতিযাপন। ভাললাগলো।