মায়া-আগুন
এই বিদ্যুতের ভেতর
যেন একটি সন্ধান আছে-
এই শব্দ এই মায়া-আগুনের ভুবন
এই চমক-তাড়িত দ্রুত নিষ্পত্তির ভেতর
কিছু একটা আছে
যাতে আমাদের দরজার কাচ ভেঙ্গে যায়
জ্বলে ওঠে তালগাছের মাথা
কৃষিমাঠে আটকে-থাকা মুগ্ধ লোকটি
রক্তিম আলোয় জ্ঞান হারিয়ে ফেলে-
আমি ভাবি এর পর এর বাইরেও
ক্ষণপ্রভা কোনও এক বিস্তার আছে
কোনও এক আধিভৌতিক শরীরী সন্ধান
যা আদিম
যা স্পর্শাঘাতে জ্বলে উঠেই
দেখিয়ে দিতে পারে ঘন আশ্চর্যের মেধারশ্মি-নির্মিত
গহন আয়না
প্রতিফলিত আগুন যেখানে
সন্ধান দেয় আরও গর্ভ, আরও নতুন খননের…
আলোছায়াময়
যে-সম্পর্কে একটি অস্পষ্ট আহ্বান থাকে
একটি আলোছায়াময় পথের ঈশারা
জানি তার তরঙ্গ ছড়াতে পারে আশ্চর্য বিভূতি-
আমি তাকে প্রশ্রয় দিই
আমি তার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিয়ে রাখি
জানি সে একটু একটু করে পাপড়ি মেলবে
সুগন্ধ পাতবে আমার নিভৃত ঘরে
কোনও একদিন সংযমের ওড়না খসিয়ে
দেখাতে চাইবে তার প্রকৃত পৃথিবীতে
একটি সাধারণ নারী বাস করে
একটি সাধারণ নদী
যে গান করলে গালে টোল পড়ে
যে ভালবাসলে পুরুষ সুন্দর হয়ে ওঠে!