পঞ্চপদী কবিতা
১
কথা বলো হে আকাশ বাতাস অদৃশ্য যত তরঙ্গকণা
কাছে এসে শোনাও শুধু ভালবাসার কথা
কান্না নয়, কান্নার রোল কেউ ভালোবাসে না;
অপেক্ষায় আছি ধরণীতে, যতদিন উদগ্রীব কৃষ্ণ গহ্বর
টেনে না নিয়ে যায় চিরতরে, আমি ঘুমাবো না ।
২
ভালোবেসেছো যাকে রেখে দাও দূরে দূরে
বাজুক বাঁশী থেমে থেমে সুরে সুরে
ডেকো না কাছে
শুধু মনে রেখো
বেশী কাছে আসা তত ভালো না ও হতে পারে ।
৩
একাকী জড়াতে পারো না তুমি নিজেকে
কাঁদতে পারো না নিজের কাঁধে মাথা রেখে
আশ্রয় খুঁজতে একটা বুকের অব্যর্থ ওম চাই
কখনো চাই চোখের জল মুছতে নরম হাতের ছোঁয়া
একে যদি ভালোবাসা বলো, তবে তাই ।
অসাধারণ! 👌অনবদ্য অনুভুতির কাব্যিক অভিব্যক্তি! 👏🙏💐