শুক্লপক্ষে ত্রয়োদশীর চাঁদ বলল একাকী এসে
কেমন দেখছো অপেক্ষায় থাকা আমাকে
বললাম হে অনুপম ইন্দু
সুন্দর তুমি চিরকালীন
কিন্তু তোমার কলঙ্ক যত গেল কোথায়;
বলল নীরবে মন ভোলানো হাসি হেসে
হে মূর্খ কবে জানবে
উজ্জ্বল হাসির আলোয় সব খুঁত ঢাকা পড়ে যায়।

তুমি আমাকে চেয়েছিলে কিনা
আমিও তোমাকে চেয়েছিলাম কিনা
ভাবতে ভাবতে সকাল থেকে বিকেল হয়ে যায়
কস্তুরী গন্ধের উৎস খোঁজার পালা হয় না শেষ
রূপমুগ্ধ জীবনের অন্ধ আকর্ষণ নিয়ে
এদিক ওদিক তাকিয়ে ঘুরে বেড়িয়ে
প্রশ্ন জাগে দিন তো কাটল
কিন্তু কাটল কি তেমন যেমন চেয়েছিলাম তুমি আমি
উপসংহারে কিই বা হবে লেখা,

গল্প তো একদিন হয়ে হয়ে যাবে শেষ ।

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য