রাজীব বন্দ্যোপাধ্যায়

ভালোবাসা কোনো এক দূরতম দ্বীপ

ভালোবাসা কোনো এক দূরতম দ্বীপ
যার খোঁজ করে যায়
কেউ কেউ আজীবন ধরে…..

ভালোবাসা কোনো এক নরম ভোরের মতন,
যার বুকে শিশিরের অবাধ পতন,
অনাবিল মোহমুক্ত অথচ স্বচ্ছন্দ নীরব,
ভালোবাসা একদিন সব ফেলে রেখে,
অনায়াসে চলে যায় সেই দূরতম দ্বীপে
যার কাছে কোনোদিন কেউ, রেখে এসেছিল,
নীরব অতলান্ত কোনো
প্রেমিকের মন…..

ভালোবাসা কোনো এক দূরতম দ্বীপ
যার খোঁজ করে যায়
কেউ কেউ আজীবন ধরে…..

তোমার দেওয়া পুরনো অঙ্গুঠি

ছন্নছাড়া হতে গিয়েও পারলাম না হতে
কারন তোমার হাতটি ছিল
হাতের মধ্যে ধরা,
শক্ত মুঠি আলগা হবার নয়,
ছন্নছাড়া হতে গিয়েও
বিবশ হয়ে গেলাম,
কারন তোমার কান্নাগুলো
চাপান উতোর বুকে,

চলেই যাব ভেবেছিলাম
বাঁধন ছিন্ন করে,
তবুও দেখো কেমন করে
আটকে গেছি আমি,
কেমন করে এখন তবে
ধুলোপথে নামি..
ছন্নছাড়া হতে গিয়েও
পারলাম না আমি।

আকাশ ছেঁচে জলের ধারা
নামল যখন বুকে,
আমি তখন আমি তখন
জ্যোৎস্না মেখে সুখে,
আঁকড়ে তোমার মুঠি
বসে আছি পথের ধারে,
ভালোবাসার গন্ধে লুটোপুটি
কেমন করে শিউলি ফুলের
গন্ধ বলো ভুলি….

ছন্নছাড়া হতে গিয়েও
পারলাম না হতে,
আমি তখন কান্না হয়ে
আবার ফুটে উঠি,
হাতের মধ্যে শক্ত করে ধরা
তোমারই দুই মুঠি,
জোৎস্না ঝরে পড়ে
ভালোবাসার ছোট্ট শীতল পাটি,
আঁকড়ে ধরি, আবার আসি ফিরে
হাতের মধ্যে সেই তখনো,
তোমার দেওয়া ভালোবাসার
পুরনো অঙ্গুঠি।

[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৩, সূচিপত্র]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
SUMIT CHATTERJEE
SUMIT CHATTERJEE
1 year ago

Really great lekha. Darun lekha sir er..