তমস্বিনী আমাদের রক্তের ভেতর অন্ধকার বলেইসব কিছু অন্ধকার দেখি এই বাঁচনযন্ত্রে।দূরের খেয়া অন্ধকার, কাছের জানলা দিয়েসোহাগী রোদের হাতছানিও অন্ধকার কালো ঝুল। আমাদের স্বপ্নগুলো যমগ্রাস, জীবনানন্দের শঙ্খমালা,তমস্বিনী ধতুরার বিষে আক্রান্ত অক্ষৌহিনী পড়তে থাকুন…