নিভৃত আলোর শস্য ভান্ডার থেকে
সিঁড়ির ইশারার কাছে সমর্পণ
নেমে গেছি অনেক গভীরে
নদীর নাব্যতা থেকে সাগরের
সান্দ্র আবাহনে । আঁকা বাঁকা পথ অভিমানী হলে হাত ধরেছি বন্ধুর মত
কখনো একলা ঘুরেছি গোলকধাঁধায়।
হারিয়ে যাওয়া সময়কে বাঁধতে পারিনি। চৌখুপি থেকে লাফিয়ে গড়িয়ে গিয়েছেপুঁতিরা।

জীবনের ভাঁজে পথ খুঁজতে খুঁজতে
আজ দিগন্ত ছুঁয়ে দিলে তুমি অলীক পথিক।

অনন্ত পর্যটনে বেরিয়েছে সময়
ক্রিসক্রস রাস্তার পাশে ক্যারাভান মেয়ে
তাঁবু আঁকে উড়ন্ত গ্রাফিতি

রঙের অলিগলিতে ঘুরতে ঘুরতে
ক্লান্ত আকাশ দিগন্তে থিতু হলে
সূর্য্যাস্তের বাতিস্তম্ভ সন্ধে নামায়।

বাক্স থেকে উধাও হওয়া রঙ
জীবনের বাঁকে বাঁকে পথ খোঁজে

একলা দাঁড়িয়ে থাকা দরোজার
কাছে শেষ হয় পথ
পর্যটন শেষ করে ঘরে ফেরে অলীক পথিক।

[পরম্পরা ওয়েবজিন, নভেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

5 1 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Susanta Gangopadhyay
Susanta Gangopadhyay
2 months ago

খুব ভালো লেখা।