জীবন শুষে নিতে হয়
কেউ জায়গা ছেড়ে দেয় না
কেউ হাত ধরে বলে না ,
কষ্টে আছো ?
হাতের পাঞ্জা শক্ত করে লড়াই
করতে করতে ভেঙে দিতে হয়
মেঘেদের ভয় দেখানো খেলনা বন্দুক।

একলা বাবুই হয়ে গাছের ডালে বসে
ঝালিয়ে নিতে হয় নতুন বাসা বানাবার কৌশল।

জীবন শুষে নিতে নিতে
মৃত্যুভয় শুষে নেয় শ্রমিক মৌমাছি।

পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়া জলপ্রপাতে…
আপাদমস্তক দিলে ভিজিয়ে
সেই ভেজা শরীর ছুঁলো বাতাস
ঝড় হয়ে গেল ইন্দ্রিয়

ইন্দ্রিয়হীন আমি এক জীবাশ্ম
প্রত্ন জিজ্ঞাসায় হা ক্লান্ত
এখন দর্শনেও পাহাড় শ্রবণেও
হৃদয়ের লাব্ডুবে অন্তহীন
পাথর ভাঙার গুমগুম শব্দ

পায়ের লতি থেকে —
মাথার চুল জুড়ে যে আলোড়ন
তাকে সিসমোগ্রাফ মাপতে পারেনি

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

0 0 ভোট
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য