ইঁদুর দৌড়
কলেজের ক্লাসরুম
আর সারি দেওয়া বেঞ্চ
বন্ধু পাতায় হরেকরকম…
পড়ালেখার মাঝে কিছু
রঙিন স্বপ্ন চলে পিছু পিছু…
হাতে স্মার্টফোন ছাড়া
ক্যাবলা লাগে ভীষণ।
ছুটছে জীবন ইঁদুর দৌড়ে
জীবন গড়ার লক্ষ্যে।
ভাঙা-গড়ার এই খেলায়
জীবনের যাপনে
যোগ-বিয়োগের ভেলায়
মানুষ হবার বাসনাটা
রিক্ত বড়ো, ধূলিমলিনতায়!!
কংক্রিট হৃদয়ের ভিড়ে
১
দু’এক পশলা বৃষ্টি
ভেজা অন্দর-বাহির
খড়কুটো খুঁজতে খুঁজতে ভেসে চলা
কত কথাই তো রোজ হয় না বলা!
হারিয়ে যায় ঠোঁটের কোণেই।
দলা পাকানো কান্নাগুলো
গিলতে শেখা ভালো,
জীবন পথ খোঁজে আলোয়
কিন্তু মায়া জড়ায় কালোয়!
কঠিনতম কর্ম মুখ আর মুখোশ চেনা
ভালোবাসার বদলে মন
ঘরে ফেরে–
অভিনয়ের ক্ষত দাগ নিয়ে!
হয়তো মিলিয়ে যায়, যেতো….
জীবনের কাটাকুটির ভেলায়
হাত ধরতে পারা
একটি মানুষের বড়ো অভাব!
সকলেই খোঁজে
না পাওয়াতে তবু আক্ষেপ থাকতে নেই।
পায়ের তলার শক্ত মাটি
গিলতে শেখায় এমন কত
মন্দ বাসা, বিচ্ছেদ, ঈর্ষা,
অভিনয় আর অকারণ আঘাতের
অনেকখানি উদ্বেলতা।
কিন্তু সে মাটির খোঁজ
সেও তো অনেক চড়াই-উতরাই
কত শত চেষ্টাতেও
মেলে না একটুকরো জমি!
হালটা ঠিকই ধরা আছে
কিন্তু ভাসতে ভাসতে
পাড়ের সন্ধান মেলে না!
আর আশায় মরে চাষা!
ভালোবাসায় অভিসম্পাত আছে হয়তো
হয়তো বা দেখা হয়নি
সঠিক মানুষটার সঙ্গেও,
যার গল্পের একক নায়িকা হওয়া যায়
যার কাহিনির ঠকে না যাওয়া সমীকরণে থাকা যায়।
আক্ষেপ ঠিক নয়।
জীবন তো নদীর মতোই বয়।
পাথরের ধাক্কায়, শ্যাওলার বেড়াজালে…
২
ইচ্ছেডানা ঠিকই ওড়ে
প্রেম শুধু নয়
কোথাও যদি বা না জোটে মুক্ত আকাশ
আকাশ তো আর দেবে না ফিরিয়ে
নিজের আকাশে মুক্ত সে বিহঙ্গ।
কারও বুক জোড়া আকাশ আর আগল
মন সেখানে মাথা রাখার জন্য বড্ড পাগল।
কিন্তু মেলে না অঙ্ক!
শরীর ছোঁয়ার খেলায়
যান্ত্রিক জীবনের মেলায়
হারিয়ে যাচ্ছে মনের খোঁজ।
‘সময় কোথা সময় নষ্ট করবার’!
শরীর, সে তো দেওয়াই চলে
যদি কোথাও মনের টান কথা বলে;
থাকে আগলে রাখার বাহুবন্ধন।
নচেৎ ক্ষতি কি একলা থাকায়?
যে-যাই বলুক, দিব্যি থাকা যায়।
অভিনয়ের অসম্মান-বিহীন।
আসলে একমুখী জীবন,
ধুলোবালি সংসার কাটাতে গেলে
দৃঢ়তা লাগে, লাগে সৎ নির্ভীক চিত্ত।
৩
মননের অনুরণন যেখানে
সাক্ষাৎ পায় অতল তলের।
বিশ্ব-সুধায় গরল মন্থন করে
অমৃতের খোঁজে ক্লান্তি এলেও
বেলা-অবেলায়
মনটা আস্তে কাঁধে হাত রাখে
আর বলে–
‘আর একটু বেঁচে নে, ভালো থাক,
সব খারাপের মাঝেও তুই ভালো রাখ।’
[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৪, সূচিপত্র – এখানে ক্লিক করুন]