রক্ত-দ্রোণ-ফুল
দ্রোণাচার্য
পিতা ভরদ্বাজ।
গুরু কৃপাচার্য।
দাম্পত্য সাথী কৃপী।
পুত্র অশ্বথামা।
যুদ্ধ শুরুর আগের যুদ্ধকথায়
সেকেন্ড ইন কমান্ডার অফ দুর্যোধন।
বূহ্য রচনা আধুনিক সমরাস্ত্র সহ দিব্যাস্ত্র বিশারদ।
কুরুক্ষেত্রের এই অঞ্চলটাতেই এসে গিয়েছি রানিবালা।
দেখো, আকাশে কত-শত উড়ন্ত রক্ত-দ্রোণ-ফুল!
টপটপ করে চুঁইয়ে খয়েরী হয়ে গেছে অক্ষরের সেনাপোষাক পরিহিত শরীর।
চিনতে পারছো রানি,
কোনটা বাতাসে ভাসমান দিব্যাস্ত্রের আঘাতে
শহীদ একুশ!
সংক্রান্তি নামের বানান
বিশেষ্য ও সর্বনাম আগেই গেছে।
চেয়ে চেয়ে দেখছি কেবল ক্রিয়ার ক্রিয়া
সমাপিকা
অসমাপিকা
কিন্তু এবং অধিকন্তু!
এসব দিয়ে গাঁথছে মালা
সত্য শিবের ত্রিনয়না
চৈত্র মাসের মাঠের কন্যা
সংক্রান্তি নামের বানান।
বাঃ
❤️