দ্রোণাচার্য
পিতা ভরদ্বাজ।
গুরু কৃপাচার্য।
দাম্পত্য সাথী কৃপী।
পুত্র অশ্বথামা।

যুদ্ধ শুরুর আগের যুদ্ধকথায়
সেকেন্ড ইন কমান্ডার অফ দুর্যোধন।
বূহ্য রচনা আধুনিক সমরাস্ত্র সহ দিব্যাস্ত্র বিশারদ।

কুরুক্ষেত্রের এই অঞ্চলটাতেই এসে গিয়েছি রানিবালা।
দেখো, আকাশে কত-শত উড়ন্ত রক্ত-দ্রোণ-ফুল!
টপটপ করে চুঁইয়ে খয়েরী হয়ে গেছে অক্ষরের সেনাপোষাক পরিহিত শরীর।

চিনতে পারছো রানি,
কোনটা বাতাসে ভাসমান দিব্যাস্ত্রের আঘাতে
শহীদ একুশ!

বিশেষ্য ও সর্বনাম আগেই গেছে।
চেয়ে চেয়ে দেখছি কেবল ক্রিয়ার ক্রিয়া
সমাপিকা
অসমাপিকা
কিন্তু এবং অধিকন্তু!
এসব দিয়ে গাঁথছে মালা
সত্য শিবের ত্রিনয়না
চৈত্র মাসের মাঠের কন্যা
সংক্রান্তি নামের বানান।

[পরম্পরা ওয়েবজিন, জুন ২৪, সূচিপত্র]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
পল্লববরন পাল
পল্লববরন পাল
7 months ago

বাঃ
❤️