কেউ লড়ছে, কেউ বলছে
কারো দখল নেবার ইচ্ছে
কাছে টানছে, ভালোবাসছে
কেউ জীবনের ছবি আঁকছে

কেউ হারছে, কেউ জিতছে
কেউ রক্তস্রোতে ভাসছে
কাছে টানছে, ভালোবাসছে
কেউ জীবনের ছবি আঁকছে

কেউ ছুটছে, কেউ ভাঙছে
কেউ ক্লান্ত হয়ে বসছে
কাছে টানছে, ভালোবাসছে
কেউ জীবনের ছবি আঁকছে

কেউ কাঁদছে, কেউ হাসছে
কেউ জেতার জন্য হারছে
কাছে টানছে, ভালোবাসছে
কেউ জীবনের ছবি আঁকছে

কেউ মারছে, কেউ মরছে
তবু বাঁচার কথা ভাবছে
কাছে টানছে, ভালোবাসছে
কেউ জীবনের ছবি আঁকছে

ভাগ হচ্ছে, দেশ জ্বলছে
কেউ দূরে দূরে চলে যাচ্ছে
কাছে টানছে, ভালোবাসছে
কেউ জীবনের ছবি আঁকছে

কেউ বলছে, কেউ শুনছে
কেউ স্বপ্নের দিন বুনছে
কাছে টানছে, ভালোবাসছে
কেউ জীবনের ছবি আঁকছে

পড়ন্ত বিকেলে কিসের টানে যে ছুটতাম!
অজানাই রয়ে গেল,
সারাদিনের কাজের ক্লান্তি
এক নিমেষেই হতো বিলীন।
সেই চেনা বাঁধানো ঘাটের সিঁড়িতে বসে
কত অভিযোগের আদান প্রদান।
হৃৎপিণ্ডটা এখনো নিত্য ক্রিয়াশীল
শুধু সেই চেনা অক্সিজেনটা পায় না!
জানি না কোন বিষক্রিয়ায়
কার্বন ডাই অক্সাইডে ভরে গেল,
ক্রমশ শীতল হতে হতে আজ সেটা শুষ্ক বরফ,
দেখতে বরফের মতোই, অক্সিজেনটা নেই!

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]

4 3 ভোট
Article Rating
2 Comments
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Sanjukta Das
Sanjukta Das
3 months ago

ভীষণ সুন্দর, জীবনমুখী

Amit
Amit
3 months ago

খুব সুন্দর স্যার 🙏