
সরম
ঝড়ের সাথে মিশতে গিয়ে সব ভুল হয়ে যায়
পাগল মনে ঘূর্ণিপাক।
রোদ এসে যায় সময় মেপে
ভুলগুলো সব কুড়িয়ে রাখে।
এমন বাতাস নাছোড়বান্দা উদাস বাউল
তন্বীবেলা উসকে দিল পথের বাঁকে।
দৌড়ে গিয়ে হোঁচট খেলে, সরম লাগে।
বিদীর্ণতা মানতে জানা
সময় নিয়ে এগিয়ে চলা।
দুঃখ প্রকাশ হয় না যেন।

অপ্রয়োজনীয় কিছু সংলাপ
এই যে জল–
পথের দাগ মিশে যায় রোদের কিরণে।
অহেতুক বিষম বিষপান বিষয়ে।
অহেতুক লজ্জা রোদ-ঘামে।
পুরুষের হৃদয় প্রেমিকা জানে।
প্রেমিকা বোঝে পুরুষ চলন।
জল আগুনের কাছে হাত
নিয়মিত অন্নে ভরে পেট।
অথচ, ঘরে শূন্য হাঁড়ি।
