তিনি
রামচন্দ্র পাল
সংবিধানের মহাপুস্তকে মাথা ঠেকিয়ে
প্রণাম করছেন তিনি।
স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হল
বিশ্বচরাচর জুড়ে খোদিত রইল সেই ছবি
ভক্তির এমন মহিমা
ভগবানের চেয়েও ভক্ত কখন যে বড় হয়ে ওঠে
বুঝতেই পারি না।
তিনি ২
তিনি ছিলেন ভিখিরি ফকির
আমরা তাঁকে রাজা বানিয়েছিলাম
তিনি এখন আমাদের ভিখিরি বানাবার
সব আয়োজন সম্পূর্ণ করেছেন
ওই, তিনি,মহারাজ,পুষ্পকরথে উড়ে চললেন,দ্যাখো
নমো করো,নমো।
ছবিঃ আন্তর্জাল
যথার্থ প্রকাশ। 🙏