ছেঁড়া তমসুক বর্ণালী হবে, জানা ত ছিল না,
মাথার ওপরে নীল ক্যানভাস, শরৎ আকাশ নীল-
রঙ বন্যায় সরে গেলো সাদা মেঘ
মাছরাঙা নয়, বক সারি নয়, রামধনু নয়,
ইজেলে শিল্পী, কারিগর পূর্বাভা…

বাদশাহী রঙ মেজাজি আবহে
যেভাবে লুকোতে তুমি,
তেমনই আকাশ লুকিয়েছে সাতরঙে ,
রূপকে ঢাকলো আর এক বর্ণ রূপ ।

মাটির ওপর দাঁড়ানো পৃথিবী নারী
লজ্জিত হলো,
লজ্জা পেয়েছে ময়ূর পেখম,
রূপসী মনন এলায়ে পড়েছে ধীরে-

আটপৌরে আকাশ দেখছি চেয়ে।
অন্ধকারে প্রার্থীর মতো,
আকাশ দেখছি চেয়ে।

একথা বুঝেছি বহু শেষে-
ভাঙা ঘাট, পলিমাটি, শ্মশানের ছাই
চেয়েছিল সখ্য-
দেখনি যে ফিরে
অনায়াসে চলে যাও, সমুদ্র কি ডাকে?

সেই জলাশয় আলেয়ার আলো নিয়ে ঘোরে,
ভ্রান্তি ঢাকে চোখ… ভেবেছ এটাই সাগর…

পরিতাপে ভাঙা ঘাট অভিমানী
পরতে পরতে পলিমাটি স্মৃতি ভাঙে
শ্মশানের ছাই উড়ায় মৃত মন স্তুপ,
ফিরে কি দেখেছ?

সহযোগিতার হাত বাড়াতে ওপরের ছবিতে ক্লিক করুন

[লেখকের অন্য রচনা]

[পরম্পরা ওয়েবজিন, মার্চ ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]