গন্ধ মেদুর
কিছু সজ্জা আঁকড়ে থাকে মন।
পুরোনো হয়, সবাই বলে, এবার ফেলে দাও, ফেলা আর হয় না।
কাচাকাচি হয়, ইস্ত্রি হয় আবার গায়ে চড়ানো।
এমনই আমার জামাটা।
আজ প্রাতঃভ্রমণে আবার পরলাম,
কী অদ্ভুত মায়াবী গন্ধ পাচ্ছি,
মনে হচ্ছে গন্ধেরা গল্প বলছে,
আদর করছে,
আমি স্মৃতিমেদুরতায় ভাসছি…
কী আশ্চর্য, সজ্জাও ভালবাসা ধরে রাখে…
ও আমার ডাক নাম জানে।
অনুভূতির কলস
কিছু কথা আলটপকা বলে ফেলার পর
খুব বোকা বোকা লাগে
কিছু বেহিসেবী উচ্চারণ প্রকাশিত হয়ে গেলে
পরে ভীষণ লজ্জা লাগে
কিছু কান্ড আবেগে সংগঠিত হয়ে গেলে
একসময় নিজেকে অপরাধী মনে হয়…
আমার অবস্থা তথৈবচ…
আজও শিখলাম না, অনুভূতির কলস
সবসময় উপুড় করতে নেই।
কত পাহাড়ি ফুল ত বনে জঙ্গলে
নিজের আনন্দেই প্রকাশিত
ওরা জাহির করে না…
আমি এটাও শিখতে পারিনি।
বাঃ, দুটো কবিতাই চমৎকার।
পোশাক শরীরের অঙ্গ হয়ে ওঠে অজান্তেই
দুটো কবিতাই ভালো লাগলো। অভিনন্দন প্রবন পালন দা।
ভাল লাগল।
খুব ভালো লাগলো।