আবছা আলোয়
চুরমার ঘরে এখনও বলছো বাঁধন দিতে,
তুমি কি জানো না,
রোমন্থনের স্বপ্নে আমার বাবুই বাসা!
কবিতা কোলাজ, পড়ে আছে ঘরে, বিছানা টেবিলে
কত তোলপাড় ঝড়ের খেয়ায় গোধুলী লগ্ন,
শাখা প্রশাখায় গল্পকে গড়া, গল্পকে ভাঙা।
রোমন্থনে শুধু খুনসুটি মেঝেতে দালানে,
তুমি যাবে চলে ,পথ শুয়ে আছে বৃষ্টি মেখেছে ,
মেঘের আঁধারে গচ্ছিত আছে সেঁজুতির শিখা
অভিমান গুলো আদর মাখছে শিয়রে মৌলি।
এখনো বলবে, অনুগল্প কাটাকুটি করে, কাব্য লিখতে ?
একটু ভেবো, কেন যে পুড়ছে স্বপ্ন বাসরে কালচে সলতে
প্রথম চুম্বন
মুহূর্ত এনেছিল কবিতা
শাশ্বত ফেলে আসা শব্দ
আজো ভোরে স্মৃতিরা বাঙ্ময়
কেউ আজ নয় নিস্তব্ধ।
বহু রাত ফোঁপা ঠোঁটে কান্না
পূর্ণিমা মেঘেদের আড়ালে
চুপিসারে তুমি যে স্বরগম
আকাশ প্রদীপ খানি জ্বালালে।
ভীরু চোখে আস্বাদ অমৃত
বহমান ভালবাসা উজানে
নিশ্চুপ তারা বলে থামতে
রঙ ভাঙা গল্পেতে গোপনে।
[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]
ভালো লাগলো দাদা।