সানাই
মনের কোণে এই নির্জন জায়গায় তুমি ছিলে ভাবনার সানাই।
আমার ফেলে আসা গ্রামটির মতো ছিলে ভীষণ গোপন মনন।
কোনো দিন সেভাবে তোমাকে দেখিনি।
বসিনি আসন পেতে, যেভাবে দুচোখ থাকে এক দেহতে।
ছিল কচি পাতার মতো অপূর্ব শিশু হরিণ চপল উৎকণ্ঠা।
কিজানি কখন মুছে গেল আপন হাতে আঁকা ছোট্ট নদীটির রেখা।
ভুল বুঝে সরে গেল নক্ষত্রের শেষ আলোটুকু।
আবারও কৃষ্ণচূড়ার গাছে ফুলে ফুলে ভরে গেল।
দু-এক কলি গানের মতোন এসো তুমি মুহূর্ত নিয়ে,
আমি তোমায় নীরব কথা সঁপে দেব।
সবুজ সখা
শোনো হে শহর আমি তোমার
দেহে সবুজ রং করে দেব।
পলাশ,শিমুল অথবা অশোক ফুটলে কর্তৃপক্ষ দায়ী নয়।
প্রাচীরে প্রাচীরে দুলবে ঝুমকো লতা।
যদি ষড়যন্ত্র কর ব্যর্থতা তোমাদের।
আমি তো প্রেমিককে হাতেনাতে ধরেছি।
তাকে আর মানুষ হতে দিই নি।
হত্যা করেছি চুম্বনে, আলিঙ্গনে।
আজীবন প্রেমিক থাকবে সে, এই তার শাস্তির দরাজ দরবার।
এ শহরে আর মানুষ নেই সবাই
একতারা হাতে হৃদয় সেবক।
প্রেমিকার হাতে প্রেমিকরা মরে যেতে চায় সহস্রবার।
মানুষ হওয়ার ইচ্ছে ওদের নেই আর।
হৃদয় সেতু পার হলেই বসন্তের বাজার।