Sushanta Gangopadhyay

সুশান্ত গঙ্গোপাধ্যায়

দাবাখেলা

দাবা খেলতে খেলতে
অবাক হয়ে ভাবি
নৌকা, হাতি, ঘোড়া
এসব তো জীবনেরই জলছবি
তবে আমরা কেউ
রাজা,উজির অথবা মন্ত্রী নই
ব্রহ্মজ্ঞানে পাগল হইনি

সবাই এখানে উড়ো খৈ।

সমুদ্র

নদীর জলের গল্প খুঁজতে খুঁজতে
অভিমানী মেঘ
রঙবাহারি প্রজাপতি খুঁজে পায়
বলিহারি হায় হায়।
ঝিনুক ছুঁড়ে ফেলে

সমুদ্র তখন কোথায় যায়

[পরম্পরা ওয়েবজিন, ডিসেম্বর ২৩, সূচিপত্র]