শোনো হে ,উহারা সত্য! আমাদের
সভ্যতা কি নাই? শুদ্ধাচারে নারীধর্ম- তাহাও করিল
কিনা দাহ
খ্রিস্টানে পন্ডিতে মিলে
আনিলেন
বিধবাাবিবাহ
অক্ষর কি নিরক্ষর?
লিখিলেন বর্ন পরিচয়!
তাতে কি বাংলাভাষা
অচিরে করিবে
বিশ্বজয়?
মেয়েরা পড়িবে! ছিঃ ছিঃ,
পাপ,পাপ
সমাজে ভরিল-
পন্ডিত, পশচাতে চাহ,
কী আছিল-কী দশা হইল !

নগদে বিকায় ভুট্টা
ছোটোলোক
সাঁওতালগুলা
তাহাদেরই খাওয়াইতে
জ্বালে কিনা
নির্বোধের চুলা!

লোভ নাচে। অন্ধকার।
চোখ গেল। আজ
সর্বনাশে
সেই বোকা
আমাদের।
লেখার পারে আসে…

ছবিঃ ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

এখান থেকে সব ইস্তেহার
এখান থেকে অবাক আগুন
পিছলে পড়ে অবাক জলে

রাষ্ট্র কখনো দোষ করে না
মিথ্যেকথা বলাও চলে।

ভেসে বেড়ায় খিদের জলে-

ইস্তেহার-এখান থেকে
কারা হাটে একটা দিক
ভোটাধিকার স্বপ্ন দেখে
চেয়ার হবে দেশপ্রেমিক।