রিক্ত সন্ন্যাসী
তোমার ছায়াটুকু মাঝে মাঝেই ছিটকে পড়ে,
তুমি একা একাই চিনেছ এই পৃথিবীকে।
তোমার জন্মের ইতিবৃত্ত তোমাকে হাতছানি দেয়,
আনন্দ উচ্ছাস বয়ে চলে যাও আকাশের মাঝে।
ঈশ্বর প্রেরিত তুমি,
কোন আপোষ শেখোনি,
কেবল সত্যিকে চিনেছ।
অচেনা রাস্তার পাড় ভেঙে বেদনার ভারটুকু বয়ে চলো,
সন্ন্যসীর মতো রিক্ত।
জলপ্রপাতের অবিরাম শব্দের মাঝেও সুপ্ত রাখো পবিত্রতা ।
তোমার ছায়া তখন হেঁটে চলে,
জ্বেলে রাখে সন্ধ্যাপ্রদীপ।
আনন্দ
কিছুদিন আগে শরীর ধুয়ে ফেলেছি আনন্দ দিয়ে, ভিজে শরীরে নির্মল হাওয়ায় মাতামাতি গোধুলি আলোয়
শোক, দুঃখ উবে যায়। কদিন পর আবার শ্রাবণের অঝোর পতন।
জলা জমিতে মেঘের ঘন ছায়া
নদীর বাঁকের কাছে ভেজা গন্ধ,
আমি অপেক্ষায় থাকি,যেখানে
নির্জনতা এক সুখের বাসা তৈরি করেছে
জীবনের মূল স্রোতটি তো আনন্দের,
সেখানে কারা যেন আসে সেই আনন্দের ভাগ নিতে, দুদন্ড দাঁড়ায়,
ঠোঁটে করে নিয়ে যায় ভেজা আনন্দ।