মৃত্যু স্টেশনে এসে বয়স দাঁড়ায়
এবং দাঁড়িয়ে থাকে ঠায়

আজীবন পাহাড়প্রতীক

পাশ দিয়ে জীবনের ট্রেন দৌড়ে যায়
হৈহৈ যেন পিকনিক

মাথার মধ্যে কিলবিলে শুঁয়োপোকা
অ্যাপ্‌সে আধারে লিঙ্কিত আমি উলঙ্গ সুখী খোকা
শুঁয়োপোকাটা কি মুসলিম নাকি হিন্দু
এই সন্দেহ বিন্দু
বাড়তে বাড়তে হঠাৎ যখন উপচে ভাসবে গঙ্গা
কৌরব রাজসভায় তখন রাজনন্দিনী নাঙ্গা

ছবিঃ ডাঃ গৌতম বন্দ্যোপাধ্যায়

[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৪, সূচিপত্র]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
পার্থ সারথি বণিক
পার্থ সারথি বণিক
1 year ago

যে স্থানু আর সচল ছবিগুলো ‘ স্টেশনকাহিনী ‘ আর ‘ পোকাকাহিনী ‘ – কে তৈরি করল তারা কী ভীষণ বাঙ্ময়! পড়ে আনন্দ পেয়েছি।