স্টেশনকাহিনী
মৃত্যু স্টেশনে এসে বয়স দাঁড়ায়
এবং দাঁড়িয়ে থাকে ঠায়
আজীবন পাহাড়প্রতীক
পাশ দিয়ে জীবনের ট্রেন দৌড়ে যায়
হৈহৈ যেন পিকনিক
পোকাকাহিনী
মাথার মধ্যে কিলবিলে শুঁয়োপোকা
অ্যাপ্সে আধারে লিঙ্কিত আমি উলঙ্গ সুখী খোকা
শুঁয়োপোকাটা কি মুসলিম নাকি হিন্দু
এই সন্দেহ বিন্দু
বাড়তে বাড়তে হঠাৎ যখন উপচে ভাসবে গঙ্গা
কৌরব রাজসভায় তখন রাজনন্দিনী নাঙ্গা
যে স্থানু আর সচল ছবিগুলো ‘ স্টেশনকাহিনী ‘ আর ‘ পোকাকাহিনী ‘ – কে তৈরি করল তারা কী ভীষণ বাঙ্ময়! পড়ে আনন্দ পেয়েছি।