মেঘপিওনের হাতে দিলাম
চিঠি তোমার নামে
হলুদ পাতায় সবুজ মনে
বৃষ্টিভেজা খামে ।

কতযুগের গল্পকথা
কালচক্রের জালে
আমোদী মনের ভাবনা লেখা
শব্দ বর্ণের মালে ।

শব্দ সকল সাজিয়ে নিও
মিলিয়ে সরল ছন্দে
ভাষা যেন হারায় না মোর
যুক্তি তর্কের দ্বন্দে ।

ফেরারী মন বৃষ্টিধারায়
অপেক্ষাতে রয়
তোমার আশায় দিন গোণা মোর
বয়ে চলে সময় ।

ছবি- ডা. গৌতম বন্দ্যোপাধ্যায়

হেঁটে চলা একলা মানুষ
জনসমুদ্র মাঝে
আপনমনে হিসেব কষে
যোগবিয়োগের সাজে ।

কোলাহল আর ভাবনা মন
মিশে যায় তার সুরে
রঙীন মনের স্বপ্ন আশা
পাড়ি দেয় দূর সুদূরে ।

গ্রাম আছে তার অনেক দূরে
প্রাণের ভালোবাসা
ইঁট পাথরের শহর মাঝে
এক চিলতে বাসা ।

দৈনন্দিন কাজের শেষে
একলা বাসায় এসে
সঙ্গীবিহীন জীবন চলে
আয়না কাঁচে হেসে ।

প্রাণের মাঝে রয় যে আশা
মাস তো কয়েক খান
বুকের ভিতর আঁকড়ে রাখে
গ্রামের মাটির টান ।

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৪, সূচিপত্র]

0 0 ভোট
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
পংক্তির ভেতর মন্তব্য
সব মন্তব্য
Ivy Chattopadhyay
Ivy Chattopadhyay
8 months ago

বাহ্। সুন্দর।