ভাঙতে ভাঙতে গড়ছি দেখ নিজের মত
হে ঈশ্বর তাকিয়ে দেখ, দেখতে পারো জীবন ভর
অলস মায়া নামতে থাকে ও পাদপীঠে
ছিন্ন করে অহঙ্কারের ঘরের দোর
এইতো আছে ঝুলি ভরা কত ই না অক্ষর
সব জানিয়ে মাথায় তুলি ছড়িয়ে রাখি নম্র নত
বিশ্ব জুড়ে ছাত্র আমি সক্কলের
শিখিয়ে দিও বেঁচে থাকা হে যাদুকর

শিল্পী ভুদেব মজুমদার
শিল্পী ভুদেব মজুমদার

কতগুলো শব্দ মিছিলে ঘরবাঁধা সাধ‍্যাতীত
কখনো বেহিসেবি খেজুরের এলোঝেলো কাঁটার
রক্তপাতে অন্ধ হয়েছি।
যত অক্ষর পিছনে হেঁটেছে সামনের ভাষার দু’হাতে লেগেছে বলিষ্ঠ রক্তপাত

[পরম্পরা ওয়েবজিন, এপ্রিল ২৪, সূচিপত্র]