ক্রমাগত ছোঁড়া তীর
উন্মাদের মতো ছুটে আসে।
তীরন্দাজ কি জানতো?
ক্ষতের পরিমানটা


গাছের সঙ্গে পাতার সম্পর্ক ক্ষীণ হয়ে এলে
ঝড়োহাওয়া এসে উড়িয়ে নিয়ে যায়।
পাতা কি জানে?
কোথায় শেষ ঠিকানা।


তেল শেষ হবার প্রাক্ মুহূর্তে
শিখার ঔজ্জ্বল্য আরও তীব্র হয়।
প্রদীপ কি জানতে পারে?
তার স্থায়ীত্বকাল।


পথের বাঁকে বাঁকে জীবন
কতোনা রং বেরঙের ছবি আঁকে।
কোথায় রেখে যাবে জানে কি?
শেষ তুলির শেষ টান।


ছবি সৌজন্যঃ কুর্চি, ঋণ পিনাকী


সুনামি এলে তোলপাড় করে সমুদ্রের বুক
ঘৃণা, ভালোবাসা, ফেলে আসা যন্ত্রনা
পাড় ভেঙে দুকূল ছাপিয়ে যায়
ঢেউ জানে কি?
সে কোন বেলাভূমি খোঁজে।


বুকের ভেতর যে শ্বাস
ভেঙ্গে চুরে তছনছ করে প্রান
সেও দীর্ঘশ্বাস হয়ে বাতাসে মেশে।
কান্নার জলও চুপিচুপি নদীর দিকে যায়।
জানে কি প্রেম ?
নিঃশেষ হলে ঠিকানা কোথায়।

[লেখকের অন্য লেখা]

[পরম্পরা ওয়েবজিন, মে ২৪, সূচিপত্র]