আমাদের দায়
দুজনেই বারবার ভুলে গেছি তারপর
বুঝে গেছি এই ছিল সবচেয়ে ভালো
অবিশ্বাসের মেঘ উড়িয়ে দিয়েছি হাতে হাতে
দুজনের চোখে চোখে
কবে থেকে জমেছিল এতখানি আলো।
তুমিও সে তুমি নও আমিও সে আমি নই
জড়িয়ে নিয়েছি হাত হাতের মুঠোয়
অতীতের অন্ধকার মুছে নিক
বৈশাখী হওয়া
আমরাও বুঝে নিই আমাদের যতকিছু পাওয়া
আগামী পৃথিবী যেন সব ক্ষত মুছে ফেলে
কিছুমাত্র টেরটি না পায়
আমাদের উত্তুরে হওয়ার সাথে
আমাদের যত কিছু দায়।
আঘাত
আকাশের গায়ে মেঘেরা বেশ চরাচরি করে
কখনো শিমুল তুলো কখনো কাপাস
আমাকে উদ্ ভাসিত করেছ কখনো, কখনো মেরেছ আঘাত
ক্ষতস্থানে হাত রেখে বিস্ফারিত স্থির চোখে
তোমাকেই পেয়েছি নির্ঘুম রাতে।
তাবলে ভেবো না এখানেই সব কিছু শেষ
তোমাকেও একদিন ভাসিয়ে নেব জেনো
প্রবল প্রবলতর অভিসম্পাতে।