আর্তি
আমার প্রাণে কী সুর দিলে
হৃদয়বীণায় কেমনে রাখি
ছেঁড়া তার জোড়া লাগিয়ে
স্বপনে তোমায় শুধুই ডাকি
স্বপনে তুমি চলতে থাকো
তোমার পথে পা বাড়াই
তুমি কি আমার সঙ্গী হবে
শেষের পথের শেষ যে নাই
বন্ধু
আমার বন্ধুদের কোনো নাম নেই
হেসে বলে, ‘বন্ধু’ বলে ডেকো
নির্জন প্রান্তরে খোলা আকাশের নীচেও
আজ নিরাপত্তা নেই
তবু ‘বন্ধু’ বলে ডাকতে
যখন দ্বিধা করি
তখন বাতাস এসে কানে কানে বলে-
উদার আকাশকে এখনো চিনতে পারোনি?
ওকে কোনদিন ‘বন্ধু’ বলে ডাকিনি