হেঁটে যায় গাজা
ধুসর ডানার বাজপাখি এক পাল
আকাশ চিরলো, নিম্নে শহর মৃত্তিকা
দেখতে পেলোনা ফুটফুটে সক্কাল
শেষরাত্রেই ধ্বংসিত কঙ্কাল
মানুষ পশুর লাশ সমান্তরাল
বারুদ ধুলো ও অগ্নিআখর বিভীষিকা
পেরিয়ে ছড়ানো কংক্রিট জঞ্জাল
টলমল পায়ে হেঁটে যায় এক নগ্নিকা
মাইলস্ টু গো
কবিতা চললো গুটিগুটি বানপ্রস্থে
ইদানিং বড়ো মাত্রাবৃত্তে শীত করে
হিমসন্ধ্যার বনটি রবার্ট ফ্রস্টের
শব্দের ঘোড়া উঠতে এবং বসতে
ঘন্টা বাজায় বিনাশ-আতঙ্কগ্রস্তে
যুদ্ধে যুদ্ধে অস্তিত্বের ভিত নড়ে
সাদা কবুতর নিয়ে কবিতার হস্তে
ক্রোশ পথ পার হবে আদি অক্ষরে
[পরম্পরা ওয়েবজিন, জানুয়ারি ২৫, সূচিপত্র – এখানে ক্লিক করুন]
সমসময়কে ধারণ করে যা, তা-ই আধুনিক। পল্লববরনের দুটি কবিতার এ উচ্চারণ মুগ্ধ করল।
ধন্যবাদ প্ৰিয় কবি
অসাধারণ ! অসাধারণ!
ধন্যবাদ 🙏🏼🙏🏼
খুব সুন্দর। যুদ্ধ যুদ্ধ খেলা কবে বন্ধ হবে। কবিই পারবেন কলমের খোঁচায় সাদা পতাকা উঠাতে।
অনেক ধন্যবাদ 🙏🏼🙏🏼
সুন্দর
ধন্যবাদান্তে 🙏🏼🙏🏼
পৃথিবীটা যেন black hole হোয়ে যাচ্ছে– শিক্ষা, সংস্কৃতি, মানবিকতা, সবকিছুর রং এক হয়ে গেছে।
প্রথম কবিতাটা একটা ছবি। ধবংসের মাঝে প্রান আছে তো সব আছে।
দ্বিতীয় কবিতায় আশার আশা- আরও আশা করে রইলাম নতুন যুগের ভোরে।
ধন্যবাদান্তে 🙏🏼🙏🏼
আধিপত্যবাদের বিরুদ্ধে চূড়ান্ত ঘৃণার সুসংহত প্রকাশ।
অনেক ধন্যবাদ 🙏🏼🙏🏼
এইটাই আজ আমাদের মন্ত্র। মাইলস টু গো। সুখনিদ্রার আগে।
ধন্যবাদান্তে ইতি ❤️❤️
Miles to go before I sleep,miles to go before I sleep.
ইস্কুলে পড়া রবার্ট ফ্রস্ট। চিত্ত স্যার। মনে আছে?
বাঃ। ভালো হয়েছে। ভিয়েৎনামের পর থেকে আর তো কেউ যুদ্ধবিরোধী কবিতা লেখে না। অনেকদিন পর পেয়ে ভালো লাগলো।
অনেক ধন্যবাদ।
শুভ নববর্ষ – সবাই ভালো থেকো।
Hridoy ke jhakiye diye galo… what a creation 🙏
ধন্যবাদান্তে ❤️❤️
দুটো কবিতাই খুব ভালো লাগল। এই সময়ের কবিতা । বিশেষত ‘মাইলস টু গো’ কবিতাটা মনকে নাড়িয়ে দিল ।
ধন্যবাদান্তে ❤️❤️
অসাধারন লাগলো
অসাধারণ কবিতা…
ধন্যবাদান্তে 🙏🏼❤️
পাঠের পরও বেশ ভাবায় এবং তার রেশ থেকে যায়।
ধন্যবাদান্তে ❤️❤️❤️
চমৎকার
ধন্যবাদান্তে ❤️❤️
Pallabbaran Pal প্রথমে তীব্র
তারপর সেই বিষন্ন উচ্চারণ ___ ইদানিং ঠান্ডাটা কিঞ্চিত বেশিই লাগে।
তবে কবিতায় ভরসা থাকে।
And Miles to go before l sleep
ধন্যবাদান্তে 🙏🏼❤️🙏🏼
স্বভাবসিদ্ধভাবেই দুটি কবিতাই অনবদ্য।
ধন্যবাদান্তে ❤️❤️❤️
অসাধারণ লাগলো!
ধন্যবাদান্তে ❤️❤️❤️
ভাল লাগল।সময় ফুটে উঠেছে।দারুণ।
ধন্যবাদান্তে 🙏🏼❤️🙏🏼
খুব ভালো লাগল।
জীবন থেকে ছন্দ যতো দূরে সরে যাচ্ছে, কবিতায় অমোঘ হয়ে উঠছে। তাই আঁকড়ে বেঁচে আছি।