
বারান্দা
বাহির ডাকে – আয়
ভিতর থেকে বিছনা বলে –
বিষম নিরুপায়!
বিছনা বলে – যা
বাইরে যদি চাস যেতে তো
ফিরে আসিস না
বাহির বলে – শোন
নিঃশর্ত সম্পর্কেই
হয় অবগাহন
শর্ত বনাম নিঃশর্তের
গোলকধাঁধায় বন্দী
দুই নৌকোয় দুই পা রেখে
আমরা আঁটি ফন্দি
নতুন ফ্ল্যাটে বারান্দা চাই
শোবার ঘরের সাথে –
একটি হাতে আকাশ ছোঁবো
বিছনা অন্যহাতে

প্রত্নতাত্ত্বিক প্রস্তাব
একুশতলার থ্রিবিএইচকের শোবার ঘরে
চকচকে সেগুন খাটের তলায়
নিষিদ্ধ ঘুষ-ঘাস জঙ্গলে ঢাকা
ধানসিড়ি ছলাৎছলে ঘেরা
দূরতর দারুচিনি দ্বীপের গহনে
আমি লুকিয়ে রেখেছি
সুচেতনা বনলতা সুরঞ্জনাদের
অনেক শতাব্দী পরে
হে মনীষী রাখালদাস বন্দ্যোসিবিআই
হরিণের ধারালো দাঁতে
দুর্নীতিঘ্রাণ ছিঁড়েখুঁড়ে
অশোকের ধূসর জগৎ থেকে
জীবনানন্দ সভ্যতাকে উদ্ধার করে
হরিৎ মদের মতো গেলাসে গেলাসে
পান কোরো সেইসব
আশ্চর্য রূপসী বাঙলাকে

এই লেখনী কিংবা কবির ভাবনাবিলাশ আর কঠীন বাস্তবের যে সংমিশ্রণ এই রচনায় অনুভব করলাম, সেখানে কিছু মন্তব্য প্রকাশের যোগ্যতা আমার নেই, তাই দূর থেকে শুধুই অভিবাদন জানাই।
❤️🙏🏼❤️
অনেক ধন্যবাদ
অপূর্ব! সময়ের জ্যান্ত ছায়াছবি।
যথারীতি সাবলীল ও ভীষণ স্বতন্ত্র লেখা।
খুব সুন্দর
খুব ভালো লাগলো দাদা
খুব ভালো l সময়ের দলিল l