সহজ
সহজ চাইলে, আপাতত এই
জলের ধর্মে থাকুক একটা স্নান
সাঁতার কিমবা নৌকোয় থাক
শর্ত নিয়েই ডুব এর পরিত্রান..
পরিচিত সব দ্বন্দ্বের রঙ
যে ভাবে দু চোখে এঁকে দেয় অবরোধ
সহজ চাইলে, দু এক পরত
সাদায় সাজাও যাবতীয় প্রতিশোধ!
সহজ চাইলে সূর্যেরও সুর
স্পর্শকাতর, শেষ ও শুরুর গানে।
যদিও এসব সহজের কাছে
ব্যস্ত ঘড়িও হঠাৎ থামতে জানে।
কথাই সবচেয়ে সহজ রাস্তা
ঠিক ঠিকানায় পৌঁছে যাওয়ার মতো,
প্রয়োজন শুধু এড়িয়ে যাওয়া
কথাদের নামে অকথ্য পথ যত..
চিরায়ত
কয়েক পংক্তি নরম রোদের রাস্তা হেঁটে
এগিয়ে রাখিস শোধ হীন যত বন্ধু-ঋণ
ভাব আড়িতেই বৃত্ত যাপন গন্ধ নিয়ে
রঙিন, বড্ড রঙিন থাকুক স্মৃতির দিন।
আনকোরা দল পাখির ডানায় স্বপ্ন বুনে
পুষছে ভীষণ মসৃণতায় উড়াল পথ,
বিশ্বাস জ্বালি, বন্ধু খাতার সব পাতাতে
শর্ত বিহীণ ছন্দ মেলায় ভবিষ্যৎ।
হাতে হাত যত বন্ধুনামায় একছুট্টে
পায়ে পায়ে ওড়ে খুনসুটি আর আদরডাক।
শুরুয়াৎ যত অচীন ছবির, তেমন ভাবেই
বিকেল শেষের স্রোতের মতোন আগলে থাক।
হঠাৎ ভীষণ নস্টালজিক বৃষ্টি এলে
দুইগাল হোক মেঘ জমানোর সাক্ষী, আর
হঠাৎ করেই একশো বছর পেরিয়ে এলে
মন কেমনের গান খুঁজে নিস বন্ধুতার।